রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির চার নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত চার নেতাকর্মী হলেন বদরগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সভাপতি আহম্মেদ বিপ্লব, যুগ্ম-সম্পাদক বিমল রায়, আবু সাইদ ও সদস্য লোটাস।
সোমবার রাতে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ওপর ছাত্রদলের সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
উল্লেখ্য গত রবিবার বদরগঞ্জ পৌর শহরের আল মদিনা কমিউনিটি সেন্টারে ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে চার কর্মী আহত হন। সংঘর্ষের জেরে পণ্ড হয়ে যায় সমাবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’ গ্রুপের মধ্যে কোন্দলের জেরে এ সংঘর্ষ হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর