বরগুনায় ৬০ পিস ইয়াবাসহ রাজিব বালা (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার ছোট গৌরিচন্না ইউনিয়নের ফুলতলা থেকে তাকে আটক করা হয়।
রাজিব বালা গৌরিচন্না ইউনিয়নের ফুলতলার বাসিন্দা মৃত জতিন বালার ছেলে। তার কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শুশীল কুমার দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলিউল্লাহসহ পুলিশের একটি দল মাদক বিক্রেতা রাজিব বালাকে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডিপ্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ই জাহান