নেত্রকোনায় কেক কেটে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম উৎসব পালন করেছে ভক্তরা। সোমবার রাতে জেলা প্রেসক্লাব ভবনের হলরুমে উৎসবের আয়োজন করে নেত্রকোনা হুমায়ুন আহমেদ স্মৃতি সংসদ।
এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় সভাপতিত্ব করেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সংগঠনের সভাপতি তানভীর জাহান চৌধুরী। আলোচনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, মূখ্য আলোচক সদ্য অবসর প্রাপ্ত নেত্রকোনা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ননী গোপাল সরকার, সরকারী কলেজর শিক্ষক নেতা জিয়াউল কবির, শাহ সুলতান কলেজের এস এম মঈনুল কাদের দারা, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সিনিয়র সাংবাদিক একে এম আব্দুল্লাহ, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লা এমরান, কবি এনামুল হক পলাশ, সংগঠনের সম্পাদক কামাল হোসাইন, এডভোকেট আল আমীন, মাই টিভির আনিসুর রহমান, পাঠক ফয়েজ রহমান প্লাবন ও ক্ষুদে হিমু শিশু সাংবাদিক মেহের নিগার রোদসী। আলোচনা শেষে ক্ষুদে হিমুকে কেক খাইয়ে দেন হুমায়ুন ভক্তরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার