ঝিনাইদহে রংপুরের ঠাকুর পাড়ায় সনাতনী সম্প্রদায়ের উপর হামলা লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।আজ সকাল ১১টার দিকে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা রংপুরের ঠাকুর পাড়ায় সনাতনী সম্প্রদায়ের উপর হামলা লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ