ফরিদপুরে নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতাকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার দিবাগত রাত দুইটার দিকে শহরের ২নং হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তুষার চৌধুরী (৪৭) নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, শহরের হাবেলী গোপালপুর এলাকার মৃত বকুল চৌধুরীর ছেলে তুষার চৌধুরী তার ১৪ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর রাতে পুনরায় তার মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করে। এ ঘটনার পর তুষার চৌধুরীর স্ত্রী ও মেয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে তুষার চৌধুরীকে আটক করা হয়। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।
আটককৃত তুষার চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ