ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে চিকিৎসাপত্র দেয়া হয়েছে। আজ স্থানীয় পশ্চিম খাবাসপুর রিয়াজউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকালে সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামচুল আলম, ফরিদপুর মুসলিম মিশনের সাধারন সম্পাদক প্রফেসর এম এ সামাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া, ডা. রাহাত আনোয়ার প্রমুখ। দিনব্যাপী স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে তাদের বিনামূল্যে চিকিৎসাপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় স্কুল সাইট টেস্ট প্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার