বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) মো. আজিজুল হকের বিরুদ্ধে এক নারী কারারক্ষীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ খারিজ করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে শুনানি শেষে অভিযোগের স্বপক্ষে কোন প্রমানাদী না থাকায় ওই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ না করে খারিজ করে দেন বিচারক সুদিপ্ত দাস।
এর আগে গত সোমবার শাম্মি আক্তার নামে ওই কারারক্ষী তাকে কয়েক দফা ধর্ষণ চেষ্টার অভিযোগে বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন এবং তার দুই সহযোগী কারারক্ষী নিজাম ও শেখ ফরিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দায়ের করেন।
আজ শুনানি শেষে অভিযোগটি খারিজ করে দেওয়ায় বাদী নারী কারারক্ষী শাম্মি আক্তার ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন এবং তিনি এ ঘটনায় উচ্চাদালতে আইনী লড়াই করার কথা জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন