নাটোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আতাউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাদশাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আতাউর ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। পারিবারিক সূত্র জানায়, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আতাউর। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম