বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান এবং রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর স্বাক্ষরিত পৃথক এই তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ২১ ডিসেম্বর বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সেই অনুযায়ী ২৭ নভেম্বরের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ নভেস্বর। আর ৬ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।
একইভাবে বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আগামী ২৩ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৬ নভেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, এই দুইটি পদে নির্বাচিত ব্যক্তিরা সম্প্রতি মারা যান। এরপর নির্বাচন কমিশন থেকে উপজেলা মহিলা ভাইস ও বিশালপুর ইউপি চেয়াম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। ফলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্ণভাবে এই উপ-নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/মাহবুব