ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ফরিদপুরে এবং রংপুরের পাগলা পীর ঠাকুরবাড়ীতে নিরীহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন পালন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রমা কান্ত রায়, জেলা কমিটির সহ-সভাপতি রতন সিং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য সুনীল চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু।
বক্তারা বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের মানুষ রক্ত দিয়েছে। অথচ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করছে। আমরা তা হতে দেবো না। তারা প্রকৃতভাবে নিজেরাই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানিকর উক্তি ব্যবহার করে একটি নিরীহ হিন্দু যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং সেই সাথে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, লুট-পাট হওয়া মালামালের ক্ষতিপূরণের জন্য আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল