চট্টগ্রামে সীতাকুন্ডের কুমিরায় জাহাজ কাটার সময় পড়ে মো. মিজান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি বরিশাল সদর থানার বিমানবন্দর এলাকায়।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাড়িঁর নায়েক আমির হোসাইন।
তিনি বলেন, একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্রাপ জাহাজ থেকে পড়ে মো. মিজান গুরুতর আহত হন। তাকে সকাল ১০টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/মাহবুব