প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে আজ দুপরে নোয়াখালীতে সড়ক কর্মচারীরা মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারকে স্মারকলিপি পেশ করেন।
এ সমাবেশে নেতৃত্বে দেন, নোয়াখালী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল করিম মন্টু, সাধারণ সম্পাদক নুর নবী, নুর ইসলাম, সহ-সভাপতি মো. সফিক ও দেলোয়ার হোসেন। চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে গত কয়েক দিন থেকেই কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার