লক্ষ্মীপুরে হতদরিদ্র ৮টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের হলরুমে স্যোশাল করেসপনডেন্ট বাংলাদেশ এর আয়োজনে এসব পরিবারকে ঘর নির্মাণের জন্য টিন, খুঁটি ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সহ-সভাপতি মো. ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। প্রোগ্রাম সমন্বয়কারী আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অথিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব খান।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/মাহবুব