চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী বাজার এলাকা থেকে একটি শাটারগানসহ হাসান আলী (২৮) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হাসান আলী মেহেরপুরের চাঁদপুর জেলার গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে এবং রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য। আজ ভোররাতে গোপন সংবাদে তাকে আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদে উথলী বাজার এলাকা থেকে হাসানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি শাটারগান উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, হাসানকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে জীবননগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার