চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বৃত্তিপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক ফিরোজ হোসেন (২৩) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধান্যঘরা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে।
জীবননগর থানার এসআই তরিকুল ইসলাম তারেক জানান, ফিরোজ হোসেন অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর বেলা ১১টার দিকে ফিরোজ হোসেনকে জীবননগর থানায় হাজির করে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের কর বিজিবি। পরে ফিরোজ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল