রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি কনক কান্তি দাসসহ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রংপুরের ঠাকুরপাড়ার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল