লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তনু (০৫) ও পিয়াস (০৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চর পলোয়ান গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। তনু ও পিয়াস ওই এলাকার মো. হাছান চৌধুরীর সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশুর পিতা বাড়ির পার্শ্বের বাগানে সুপারি পাড়তে গেলে দুই শিশুও পিতার পিছু পিছু যায়। এক পর্যায়ে পিতা হাছান চৌধুরী শিশু তনু ও পিয়াসকে বাড়ি চলে যেতে নির্দেশ দিয়ে সুপারি পাড়ায় মগ্ন হয়ে পড়েন। সুপারি পাড়া শেষে বাড়িতে ছেলে-মেয়েদর দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকেন।
এরই এক পর্যায়ে সুপারি বাগান সংলগ্ন পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/মাহবুব