নেত্রকোনার কেন্দুয়ায় বাসষ্ট্যান্ড এলাকায় অটোর ধাক্কায় মোঃ শহীদ মিয়া (৫২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে বাসষ্ট্যান্ড এলাকায় সড়কে দাড়িয়ে থাকলে একটি অটো এসে সিএনজি চালক মোঃ শহীদ মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে পাশে ট্রাকে আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিএনজি চালক শহীদ মিয়া নওয়াপাড়া ইউনিয়নের গণি মেম্বারের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে অটো চালক আনোয়ার হোসেন (৩২) ও ট্রাক চালক বশির উদ্দিনকে (৪৭) আটক করেছে। কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল