কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোঃ হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। নিহত হাসান উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের নজরুল ইসলাম গগু মিয়ার পুত্র। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনীগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৬৭) চাপায় মোটরসাইকেলে আরোহী হাসানসহ দুইজন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুব জানান, দুর্ঘটনাকবলিত যমুনা বাসটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল