রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তারাগঞ্জ ঠাকুরপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু মহাজোট। শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ফুলবাড়ী পৌর বাজারের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়রাম প্রসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর ফুলবাড়ী শাখার আহবায়ক নারায়ন শর্মা, কেন্দ্রিয় কালি মন্দির কমিটির নেতা নারায়ন সরকার, চাঁদপাড়া মন্দির কমিটির সভাপতি সুরুজিত রায়, সুজাপুর মন্দির কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস, শিবমন্দির কমিটির উজ্জল গুপ্ত প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল