বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ছেলের হামলায় মা ও তার ৪ সন্তান আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হিজলা ইউনিয়নের প্রত্যান্তপল্লী পরানপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। রাতেই প্রতিবেশীরা আহতদের উদ্ধারের পর চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী তপু মন্ডল (১৮) জানান, ছোট বয়সেই তাদের বাবা নীল রতন মন্ডল মারা যান। তার মা চম্পা মন্ডল অনেক কষ্টে রাস্তার কাজ করে তাদের ৩ বোন ও ছোট ভাইকে লেখাপড়া শেখাচ্ছেন। তপু এ বছর গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী। ছোট দুই বোন বাসন্তী মন্ডল (১৬) এসএসসি পরীক্ষার্থী, জয়ন্তী মন্ডল (১৪) নবম শ্রেণি ও ভাই নিতাই মন্ডল (১১) মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। ‘নুন আন্তে পান্তা ফুরানোর মত অবস্থা’ তাদের। মৃত পিতার জায়গা জমি যা ছিল, তা সবই সৎ ভাই শিশির মন্ডল একাই ভোগদখল করছেন। এ নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকত।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে তার সৎ ভাই শিশির মন্ডল (৪৮) ও ভাতিজা সাজু মন্ডল (১৯) তাদের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তপু মন্ডল, জয়ন্তী মন্ডল, বাসন্তী মন্ডল, নিতাই মন্ডল ও তাদের মা চম্পা মন্ডল আহত হয়। রাতেই এলাকাবাসি তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লিটন মন্ডল জানান, আহতদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে শিশির মন্ডলের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
চিতলমারী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, এ ধরনের কোন অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন