কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে কংশনগর বাজারের ২০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার বিকালে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট ৮ কি.মি. এলাকায় ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী এমরান হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীদের দাবি এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কুমিল্লা জেলার উপ-সহকারী পরিচালক ডিএডি ফরিদ আহমদ জানান, কুমিল্লা সদর, বুড়িচং ও চান্দিনাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয়রাও আমাদেরকে সহযোগিতা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের দোকানের পরিমাণ বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন