হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন ভেঙ্গাডুবা গ্রামের পাশে মালবাহি ট্রেনের নিচে চাপা পড়ে পা কাটা পড়েছে দুই শিশুর। শুক্রবার সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুরা হল বেঙ্গাডুবা গ্রামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়ার ১৪ মাসের শিশু কন্যা সুমাইয়া আক্তার ও ১০ বছরের কন্যা ব্রাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী পান্না আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, পান্না আক্তার তার ছোট বোন সুমাইয়াকে নিয়ে বাড়ির পাশে রেললাইনে বসে খেলা করছিল। এসময় আখাইড়াগামী একটি মালবাহী ট্রেন ওই স্থানটি অতিক্রম করছিল। টেনের উপস্থিতি বুঝতে পেরে পান্না আক্তার ঝাপ দিলেও শেষ রক্ষা হয়নি। চলন্ত ট্রেনের চাকায় পান্না এবং সুমাইয়ার দুই পা কেটে ফেলে। অল্পের জন্য পা পৃথক হয়নি। গুরতর অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা ও রক্তক্ষরণ বন্ধ করে ব্যান্ডেজ দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ দাস জানান, দুই শিশুর অবস্থা গুরুতর। তাই সিলেটে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই সাজিদুল হক জানান, এ ব্যাপারে তারা অবগত নন।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশু আহত হয়েছে। ট্রেনটি আখাউড়া যাচ্ছিল।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল