বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানী এবং যৌন হয়রানীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া মামলার প্রধান আসামি শাহিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার মালিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই রুহুল আমিন। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার আরেক আসামি শাহিনের সহযোগী রতন বৈরাগীকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ব্রাম্মনবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) গত সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালিকান্দা গ্রামের বারেক খানের বখাটে ছেলে শাহিন খান তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানী করে। এ সময় তার সহযোগী রতন ওই দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারন করে। পরে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়।
ওই দিন রাতে ছাত্রীর বাবা মালিকান্দা গ্রামের নিরঞ্জন বৈরাগী বাদী হয়ে শাহিন খান, তার সহযোগী রতন বৈরাগী, সাইফুল ইসলাম ও ফারুক হাওলাদার সহ ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবীতে গত বুধবার ওই ছাত্রীর স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর