প্রথম স্বামীর ঔরসজাত সন্তান নেয়ার চেষ্টাকালে সাবেক স্ত্রী ও তার দ্বিতীয় স্বামী সহ ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে এই ঘটনা ঘটে। গনপিটুনীতে আহত সাবেক স্ত্রী হাসি বেগম, তার দ্বিতীয় স্বামী ইসমাইল হোসেন, বন্ধু তানভির হাওলাদার ও সাকিব শিকদারকে শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই সগীর হোসেন জানান, ৪ বছর আগে গৌরনদীর মেদাকুল গ্রামের ছাদের মাতুব্বরের ছেলে কুয়েত প্রবাসী পিরন মাতুব্বরের সঙ্গে পাশ্ববর্তী কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের চুন্নু বেপারীর মেয়ে হাসি বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকার সময় তাকে (প্রথম স্বামী) তালাক দিয়ে স্ত্রী হাসি বেগম কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে।
তিনি আরও বলেন, শুক্রবার ভোরে হাসি বেগম সহ ৪ জনে সাবেক স্বামীর বাড়ি গিয়ে প্রথম স্বামীর ঔরসজাত আড়াই বছর বয়সের কন্যা সন্তানকে দ্বিতীয় স্বামীর বাড়িতে নেয়ার জন্য চেষ্টা করে। এ সময় কুয়েত প্রবাসীর মা বাঁধা দিলে তাকে মারধর করে তারা। প্রবাসীর মায়ের ডাকচিৎকারে এলাকাবাসী তাদের ৪জনকে আটক করে গনপিটুনী দেয়। পরে তাদের থানায় সোপর্দ করে তারা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কতা বলেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর