যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত ফেরত ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সকাল ৮টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর সড়ক থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটকদের মধ্যে ১২ পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিজান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালালচক্র।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৭/হিমেল