বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মো. সাখাওয়াত হোসেন (৩৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সাখাওয়াতের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
তিনি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন।
শনিবার দুপুর দেড়টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা ও পানি সংরক্ষণ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আলমগীর জানান, প্রচণ্ড আঘাতে ওই শিক্ষকের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন