চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মমতা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা বেগম সন্দ্বীপের মুছাপুর এলাকার মো. ইদ্রিস আলমের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব