কেরানীগঞ্জ থেকে সোমবার ভোরে শাহ্ আলম নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে শাহ্ আলমকে গ্রেফতার করা হয়। তিনি মাদক ও হত্যা মামলার আসামি।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ