ঝিনাইদহে হেলমেট না পরার অপরাধে অর্ধশত মোটরসাইকেল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শহরের মডার্ন মোড়ে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
আদালতের বিচারক জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত থেকে রক্ষা পাওয়া ও মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য দুপুরে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মোটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার না করার অপরাধে অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়। পরে ১২ জন চালককে জরিমানা ও বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ৬ টি হেলমেট জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন