চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতীর হোটেল মিড ওয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বেলা ২টার দিকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন বলে জানান জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।
আলমগীরের বাড়ি গাজীপুরে। তিনি সেখানকার আহাদ আলীর পুত্র।
আলাউদ্দিন তালুকদার আরও বলেন, কিভাবে তিনি দুর্ঘটনায় পড়েন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। তবে উত্তরা পরিবহনের একটি বাসের চালক ছিলেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব