কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত নির্মাণাধীন ভবনের ৬ তলা ছাদ থেকে পড়ে আলমগীর হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চরমোহনপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।
সোমবার বিকেল ৩টায় এ দুঘর্টনা ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন