দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত ৮২ জন শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে ২৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ সুইহারীস্থ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৩০ হাজার করে নগদ ২ লাখ ৬০ টাকা বিতরণ করা হয়।
এসময় হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদরের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ৯ বছরে সদর উপজেলায় প্রায় সাড়ে ১৩’শ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। ৬৮ হাজার পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। হুইপ ইকবালুর রহিম বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে হাসপাতালে ৪ তলা থেকে ৬ তলায় উন্নীতকরণ ও কলেজে একাডেমিক ভবন সম্প্রসারণসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কাজ করা হচ্ছে। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন বহুতল ভবন তৈরির জন্য নিজস্ব তহবিল থেকে অনুদান বাবদ ২৫ লাখ টাকার কথা স্বরণ করিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, পুর্বের কোন সরকার শ্রমিক সংগঠনকে এক সাথে এতো টাকা অনুদান দেয়নি, যা আওয়ামী লীগ সরকার দিয়েছে। তাই স্বীকার করতে হবে পরিবহন শ্রমিকদের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার আশীর্বাদ স্বরূপ।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার