রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক এম সাইদুর রহমান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে দেশ ও জাতি আরও উন্নত হবে। ছাত্রলীগের কর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে কাজ করতে হবে। এ দেশকে ও জাতিকে ভালোবাসতে হবে। ছাত্রলীগে থেকে টেন্ডার বাক্স ছিনতাই বা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকতে পারবে না। ছাত্রলীগে থেকে যারা দলের বদনাম বয়ে আনবে তাদেরকে দল থেকে বিতারিত করতে হবে। তিনি আজ বিকেলে নওগাঁ নওযোয়ান মাঠে নওগাঁ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘ ৯ বছর অত্যান্ত সুনামের সাথে সফল রাষ্ট্রনায়ক হিসাবে দেশ শাসন করে আসছে। দেশকে উন্নত ও অগ্রসরের দিকে বয়ে আনতে শুরু করেছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অধিবেশনের শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক কপোত উড়িয়ে দেয়া হয়। পরে সেখানে দলীয় প্রতীক নৌকার আদলে নির্মিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ এ্যাড. শহীদুজ্জামান সরকারী এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্না, তথ্য ও গবেষনা বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম, কৃষি শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক উপ-সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক উপ-সম্পাদক বেলাল হোসেন বিদ্যুত, স্কুল ছাত্র বিষয়ক উপ-সম্পাদক নুর মুনজেরিন রিমঝিম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সম্পাদক মুরাদ মোবারক এবং বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আপেল মাহমুদ, ছাত্রলীগ জেলা শাখার সভাপতি বিমান কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার