বগুড়ার সোনাতলা উপজেলায় ছাগলকে খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল মান্নান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চাড়ালকান্দী গ্রামের মৃত এন্তাজ আকন্দের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা পাড়তে গাছে ওঠে আব্দুল মান্নান। এসময় সে গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল