বাগেরহাটে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত মহিলা এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আল মামুন সিকদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে মহিলা এমপি হ্যাপী বড়ালের দায়ের করা মামলায় আটক দেখিয়ে বাগেরহাটের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম আব্দুর সবুর মিয়ার আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত আটক আল আমিনকে বাগেরহাট জেলা কারাগারে পাঠাবার নির্দেশ দেয়।
আটক আল মামুন শহরের গোবরদিয়া এলাকার সিকদার মুজিবর রহমানের ছেলে।
এর আগে রবিবার রাতে মহিলা এমপি হ্যাপী বড়াল বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করেন।
গত শনিবার ১৬ ডিসেম্বর শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সন্ধ্যায় শালতলার বাসায় ফেরার পথে অদিতি বড়ালকে অজ্ঞাত দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অদিতি বড়াল ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্ট্যাডিজ থেকে এলএলবি সম্পন্ন করে স্নাতকোত্তর অধ্যায়নরত।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, অদিতির উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শেখ আল মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই মঙ্গলবার দুপুরে ওই হামলার মামলায় আল মামুনকে আটক দেখিয়ে বাগেরহাটের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাগেরহাট আদালতের উপ-পরিদর্শক (এসআই) বৈদ্যনাথ বলেন, মহিলা এমপি মেয়ের উপর হামলার মামলায় আটক আল মামুনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। তবে এখনো রিমান্ড আবেদনের বিষয়ে আদালত কোন সিদ্ধান্ত দেয়নি।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব