বগুড়ায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব ও পৌষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বগুড়া শহীদ খোকন শিশু পার্কে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম (অতি: ডিআইজি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন বাংলার মুখ জেলা সভাপতি হাসিবুল হাসান মুন। বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, মেলা উদযাপন কমিটির আহবায়ক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। মেলা উদ্বোধন শেষে র্যালি বের হয়। মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মেলা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বাবু জানান, আগামী ৯ পৌষ (২৩ ডিসেম্বর) পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল