সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে আছড়ে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম উজ্জল সরকার। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরল গ্রামের ঠাকুরদাস সরকারের ছেলে।
আহতদের মধ্যে রবিশংকর ও আলম গাজী নামের দু'জনের নাম জানা গেছে। এর মধ্যে রবিশংকর পাইকগাছা পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর। তার অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা ভোমরাস্থল বন্দর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও সদর থানার ওসি জানান, ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক যার নং ডই-৭৬-অ-৬২০৩ আনলোড করার জন্য বাঁশকল নামকস্থানের দিকে আসছিল। পথিমধ্যে ভোমরা বন্দরে অবস্থিত জাহাঙ্গীরের চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চায়ের দোকানে অবস্থিত লোকজন ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদেরকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে নিয়ে আসলে উজ্জল নামে এক ব্যবসায়ী নিহত হয় এবং আহত হয় আরও তিনজন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব