সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও একটি দেশীয় শাটার গানসহ শামীম আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেতকান্দি ফাজিল মাদ্রাসার সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শামীম একই উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকশা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল (ইউএসএ) ও একটি দেশীয় শাটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল