নাটোরের লালপুরে গরু বোঝাই ভটভটি উল্টে হযরত মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রাতে লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত হযরত বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের আবু বক্করের
ছেলে গাড়ির ড্রাইভার বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাকী ৪ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ভাদু প্রামানিকের ছেলে কমর আলী (৬০), আরেজ মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫), হরিনা গ্রামের চান্দু আলীর ছেলে পারুল (৫০) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের কাচু আলীর ছেলে দুলাল (৫০)।
স্থানীয় ও লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভটভটি গাড়ি নিয়ে আসার পথে লালপুর-বাঘা সড়কের মাধবপুর মোড়ে গাড়ি উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হযরত মন্ডলকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল