বরিশালের গৌরনদীতে নাঈম (২৫) নামে অটোরাইস মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক এক ভ্যান চালকও আহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের চাপায় আজ সকালে গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দিরের সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাবুল ফকিরের ছেলে। তিনি গৌরনদীর এলাহী অটোরাইস মিলে শ্রমিকের কাজ করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করলেও চালক কৌশলে সটকে পড়ে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার