নোয়াখালীতে ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে চৌমুহনী করিমপুর রোডের মফিজ ভান্ডারীর গ্যারেজে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পারভেজ (৩০) নামের ওই ধর্ষক।
তার বাড়ি চৌমুহনীর করিমপুর এলাকার আমিনাগো বাড়ির বাসিন্দা। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার।
জানা যায়, ওই গ্যারেজে একটি বাসের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পারভেজ। শিশুটির রক্তরক্ষণ দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমআর সাইমুন জানান, শিশুটির অবস্থা এখন আগের থেকে ভালো।
বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মুশতাক আহম্মেদ জানান, রাতেই ধর্ষক পারভেজকে আটকের জন্য অভিযান চালায় পুলিশ। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল