জাকির হোসেন (৫৪) নামে হত্যা মামলার এক হাজতির পিরোজপুর কারাগারে মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে তিনি পিরোজপুর সদর হাসপাতালে মারা যান। জাকির হোসেন কাউখালী উপজেলার জিগবা সাতুরিয়া গ্রামের মৃত মোকলেস তালুকদারের ছেলে। সে সাতুরিয়া ইউপির সাবেক সদস্য ছিলেন।
পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামিম ইকবাল বলেন, মৃতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ননী গোপাল রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির হোসেনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার