কাঠ নামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় মোস্তফা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকার বিসমিল্লাহ ফার্নিচার ও অটো স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামালের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে। তিনি অটো স’মিলে কাজ করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার