বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে মিলন মোল্লা (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে গৌরনদীর বাটাজোর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
নিহত মিলন গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার মো. মোশারেফ হোসেন মোল্লার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, যাত্রীবাহী লোকাল বাসটি ভূরঘাটা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাটাজোর বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মিলন মোল্লা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল