'মাদক নয়, জীবনকে ভালোবাসুন' এই স্লোগানে নেত্রকোনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়। বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন থেকে দৌড় উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
সাড়ে ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ইউনিয়নের ৫০ জন কিশোর-তরুণ অংশ নেন। বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজিত দৌড়টি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ফারুক আহমেদ, হাফিজুর রহমান ও প্রনয় চন্দ্র পন্ডিত। এখান থেকে প্রথম ১০ জন বাংলাদেশ ম্যারাথনে অংশ নেবে বলে আয়োজকরা জানান।
দৌড়ে অংশগ্রহণকারী কাইয়ুম আহমেদসহ অন্যরা জানান, এ দৌড় একটি প্রতিজ্ঞা। নিজে মাদক গ্রহণ করবে না, তারা অন্যকেও গ্রহণ করতে দেবে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, এটি একটি ভিন্ন প্রচারণা। যুব সমাজকে মাদক থেকে ফেরানোর জন্যই এই ধরনের ব্যতিক্রমী প্রতিযোগিতামূলক উদ্যোগ। এতে করে তারা উদ্বুদ্ধ হবেন বলেও তিনি মনে করেন।
পুলিশ সুপার জযদেব চৌধুরী বলেন, জেলায় প্রতি মাসে থানায় থানায় প্রায় দুই থেকে আড়াইশ মামলা রুজু হয়। তার মধ্যে অধিকাংশই থাকে মাদকের। এর জন্য সামাজিক সচেতনতা অনেক জরুরি। কাজেই সকলের এমন সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মাদক বন্ধ করতে হবে।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, তারুণ্যের উদ্দীপনায় প্রথম বাধা মাদক। তাই মাদকের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণায় তরুণদেরকেই সম্পৃক্ত করতে হবে। এই ভিন্নধর্মী উদ্যোগটি দেখে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠনে ভালো ভূমিকা রাখা যায়।
জেলা প্রশাসক এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি এভাবে সকল স্তর থেকে এগিয়ে আসলে সমাজের এমন অবক্ষয় ফেরানো যাবে বলে মনে করেন তিনি।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা