গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধ'র ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী সনেট মিয়া ওরফে পিস্তল সনেটকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ সনেট কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।
এদিকে বন্দুকযুদ্ধ চলাকালিন সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) গণেশ, কনস্টেবল মাসুদ ও ফরহাদ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সন্ধ্যা বাজার এলাকা থেকে সন্ত্রাসী সনেটকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রাত সোয়া ১টার দিকে তাকে নিয়ে উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সনেটের ডান পায়ে গুলি লাগে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল