ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরে প্রাচীর ধসে আভা নামে তিন বছর বয়সী একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত আভা শহরের বানিয়াপাড়ার আনোয়ার হোসেনের সন্তান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আভা ও কয়েকজন শিশু প্রতিবেশী মেজবাহ আহমেদ টুটুলের বাড়ির প্রাচীরের পাশে খেলা করছিল। এরই এক পর্যায়ে প্রাচীরের এক অংশ ভেঙে আভার গায়ের ওপর পড়ে। প্রতিবেশীরা শিশু আভাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব