মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা ব্যবস্থায় জবাবদিহিতা শক্তিশালীকরণ এবং সেবা গ্রহীতাদের অধিকার নিশ্চিতকরনে টাঙ্গাইলে দিনব্যাপী স্বাস্থ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের সিভির সার্জন ডা. মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ও প্রোগ্রাম ম্যানেজার, জিএনএসপিইউ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া, টাঙ্গাইল স্বাস্থ্য সেবাগ্রহীতা ফোরামের সভাপতি হারুন-অর-রশিদসহ অনান্য কর্মকর্তরা।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হাসান তালুকদার।
পরে অতিথিবৃন্দ স্বাস্থ্য মেলার স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম