লক্ষ্মীপুরে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিনা রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা ও নারীদের তিনি যে মর্যাদা দিয়েছেন তা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে হবে। ২০১৮ সালের নির্বাচনে আরো একটি বিজয় নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি নেতা-কর্মী পুরানো দিনের কথা ভুলে গিয়ে নতুন করে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার